আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৭, শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪৩০

যারা আমন্ত্রণ জানিয়ে অতিথির গায়ে হাত তুলতে পারে তারা ক্ষমতায় গেলে কী ভয়ানক অমার্জিত হয়ে উঠতে পারে এটিই তার দৃষ্টান্ত। রাষ্ট্রের বিরুদ্ধে নির্লজ্জ অপপ্রচার চালানোর জন্য  প্রথম আলোর বিরুদ্ধে যখন পুরো দেশে নিন্দার ঝড় বইছে, তখন প্রথম আলোর পক্ষে সাফাই গেয়েছে বিএনপি

দাওয়াত দিয়ে নিজেদের ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। ৩১ মার্চ রাজধানীর মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে অতিথি সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা।

হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আকতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া হামলায় কয়েকজন ক্যামেরাপার্সনও আহত হন। দুটি টেলিভিশনের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়।

পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া আমন্ত্রিত সাংবাদিকদের ওপর বিএনপি নেতাদের এমন তুঘলকি কাণ্ড রাজনৈতিক ও মিডিয়া অঙ্গণে ব্যাপক তোলপাড় ফেলেছে। তীব্র সমালোচনা হচ্ছে দেশজুড়ে।  

জানা গেছে, ইফতার অনুষ্ঠানে ব্যাপক নেতা-কর্মীর সমাগমের মধ্যেও সাংবাদিকদের দাঁড়ানোর আলাদা জায়গা ছিল। সাংবাদিকরা এক পাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করছেন। এ সময় কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে দাঁড়ানোর জায়গা নিয়ে বিনা উস্কানিতে বাক-বিতণ্ডায় জড়ান এবং পরক্ষণেই মারমুখী হয়ে হামলা চালান।

সমালোচকরা বলছেন, যারা আমন্ত্রণ জানিয়ে অতিথির গায়ে হাত তুলতে পারে তারা ক্ষমতায় গেলে কী ভয়ানক অমার্জিত হয়ে উঠতে পারে এটিই তার দৃষ্টান্ত। রাষ্ট্রের বিরুদ্ধে নির্লজ্জ অপপ্রচার চালানোর জন্য  প্রথম আলোর বিরুদ্ধে যখন পুরো দেশে নিন্দার ঝড় বইছে, তখন প্রথম আলোর পক্ষে সাফাই গেয়েছে বিএনপি নেতারা। এটি বিএনপির দ্বিচারিতা ছাড়া কিছু নয়।

একদিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কোনো সাংবাদিক গ্রেপ্তার হলে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, আর বিএনপি নেতারা যখন সাংবাদিক পেটায় তখন সেটা গণতান্ত্রিক অধিকার? প্রশ্ন সমালোচকদের।

বিষয়ঃ বিএনপি

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের