সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে জনগণ খুশি: স্বাস্থ্যমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩০, শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে জনগণ খুশি। জনগণকে আরো বেশি স্বাস্থ্যসেবা দিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নার্সদের লাইসেন্স প্রাপ্তির পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সকালে মানুষের কাজ থাকে, তাই বিকেলে ডাক্তার দেখাতে বেশি পছন্দ করেন অনেকে। হাসপাতালে বিকেলে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া যায় না, সেটা নিশ্চিত করতেই আমাদের এ সিদ্ধান্ত।

তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগী দেখার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। এই সেবা নিয়ে সবাই ইতিবাচক কথা বলছেন।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে আরো দ্বিগুণের বেশি প্রয়োজন। আমরা গত দশ বছরে ৩৪ হাজার নিয়োগ দিয়েছি।পর্যায়ক্রমে চাহিদামতো আরো নার্স নিয়োগ দেওয়া হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article