শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৬, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

শ্বাসতন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। গতকাল বুধবার এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি বলছে, চিকিৎসার জন্য পোপকে ইতালির রোমের একটি হাসপাতালে কয়েকদিন কাটাতে হবে।

বিবিসি, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন ৮৬ বছর বয়সী পোপ। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে।

একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, পোপ ফ্রান্সিসের নিরাপত্তা রক্ষীসহ ঘনিষ্ঠ স্টাফরা আজ বৃহস্পতিবার রাতে গেমেলি হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফ্রান্সিসকে হঠাৎ করেই বুধবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে অনেকে চিন্তিত হয়ে পড়েন। পরবর্তী সময়ে বিবৃতিতে জানানো হয়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। যদিও ভ্যাটিকান সিটি প্রথমে জানিয়েছিল, পোপ ফ্রান্সিস রুটিন চেকআপের জন্য হাসপাতালে গেছেন।

এর আগে বুধবার সকালেই ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ অনুষ্ঠানে উপস্থিত হন পোপ। ওই সময় তাকে সুস্থই দেখা যায়।

বিবিসি বলছে, পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তার অনেকগুলো পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন। এপ্রিলের শেষের দিকে তার হাঙ্গেরি সফরের কথা রয়েছে।

এদিকে, পোপের অসুস্থতার সংবাদ জেনে তার আরোগ্য কামনায় জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া পোপের হাসপাতালে ভর্তির খবরে নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সেও উদ্বেগ ছড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে চলাচলে হুইল চেয়ার ব্যবহার করছিলেন পোপ। ২০২১ সালে একটি অস্ত্রোপচার করা হয় তার শরীরে।

Share This Article


পশ্চিমের সাথে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

৩ দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানে

২০২২ সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন ৬৬ হাজার ভারতীয়

মালদ্বীপের নির্বাচনে ভারতবিরোধী মুইজ্জুর দলের বিশাল জয়

মালদ্বীপে বড় জয়ের পথে ‌‘ভারতবিরোধী’ মুইজ্জুর দল

ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১৩ শিশুর মৃত্যু

ইসরায়েল-ইউক্রেনকে সহায়তায় বিল পাসে বৈশ্বিক সংকট বাড়বে: রাশিয়া

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪ হাজার ছাড়ালো

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত ৫৮

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখে কুলুপ বাইডেন প্রশাসনের