যে কারণে বঙ্গবন্ধু পেলেন ‘বিশেষ সাহিত্য পুরস্কার’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৬, সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘সার্ক সাহিত্য পুরস্কার ২০২৩’ এ ভূষিত করা হয়েছে। পুরস্কারটি বঙ্গবন্ধুকে প্রদান করেছে ফেডারেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (এফওএসডব্লিউএএল)। বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক ক্ষণে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

প্রখ্যাত পাঞ্জাবি ঔপন্যাসিক এবং এফওএসডব্লিউএএল-এর প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কৌর আনুষ্ঠানিকভাবে সংগঠনের আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশি লেখক ও গবেষক রামেন্দু মজুমদার এবং মফিদুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই বইগুলোর জন‌্য বঙ্গবন্ধুকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর এই বইগুলোকে মানুষের প্রতি তার পরম ভালোবাসা ও মমত্ববোধের বহিঃপ্রকাশ বলে অভিহিত করে এফওএসডব্লিউএএল।

উল্লেখ্য, সার্ক সাহিত্য পুরস্কার  ২০০১ সাল থেকে ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার প্রদত্ত বার্ষিক পুরস্কার। পুরস্কারটি খ্যাতনামা লেখক, চিন্তাবিদ, সাহিত্যিক, শিল্পী, গবেষকদের দেওয়া হয় যা অত্যন্ত সম্মানজনক বলে বিবেচিত হয়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৬ মার্চ শুরু হয়েছে এফওএসডব্লিউএএল’র তিন দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলন। সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের বিপুল সংখ্যক বিশিষ্ট লেখক-সাহিত্যিক অংশ নিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী আয়োজনের পুরস্কারের তাৎপর্য ব্যাখ্যা করে অজিত কৌর বলেন, বাংলাদেশের বিজয় কোনো সাধারণ ঘটনা ছিল না। এ ছিল এক অনন্য বিজয়, যা বাঙালি জাতির পিতা, মানুষের ভালোবাসায় সিক্ত বঙ্গবন্ধুর আত্মবিশ্বাসে পরিপূর্ণ অনন্য সাহসিকতার পরিচয় বহন করে। তিনি ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন সিংহের মতো। বস্তুত মানুষের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে স্বদেশের মর্যাদা রক্ষা করা। বঙ্গবন্ধুকে আজকের এদিনে এ পুরস্কারে ভূষিত করতে পেরে আমরাও গর্বিত।

অজিত কৌর আরো বলেন, দুনিয়াজুড়ে মানুষ যুদ্ধ পরিচালনা করেছে ভূমি ও অঞ্চলের জন্য অথবা রাজত্ব কিংবা একনায়কত্ব থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল আলাদা ও অনন্য, কেননা এই যুদ্ধ ‘মানুষের বুকে স্পন্দিত চেতনা’ রক্ষার জন্য, যা রূপায়িত ও বিকশিত হয় নিজ সংস্কৃতি ও নিজ ভাষার আশ্রয়ে। যার শুরু থেকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মধ্যে নেই, তবে রেখে গেছেন তিন অমূল্য গ্রন্থ, যা এখন প্রকাশিত হয়েছে। সেজন্য এফওএসডব্লিউএএল লিটারেচার ফেস্টিভালের সম্মানজনক পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে।

Share This Article


উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এনবিআর নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য : ইইউকে সিইসি

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ইইউ প্রতিনিধি দল

অবরোধের মধ্যেও রাজধানীর সড়কে যানচলাচল স্বাভাবিক

নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা: ইসি আনিছ

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: ইসি আলমগীর

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনুমতি ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য নেওয়া যাবে না

দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : ওবায়দুল কাদের

গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী: আমরা কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করিনি

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি-সমমানের ফল হস্তান্তর