দুই শিশুকে হত্যা, সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লার সদর দক্ষিণে দুই শিশুকে হত্যার দায়ে সৎ ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পাঁচ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম। দণ্ডিত ২৩ বছর বয়সী মো. আল শফিউল ইসলাম ছোটন জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা।
নজরুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি নিজের দুই সৎ ভাই ৮ বছর বয়সী মেহেদী হাসান জয় ও ৬ বছরের মেজবাউল হক মনিকে শ্বাসরোধে হত্যা করেন মো. আল শফিউল ইসলাম ছোটন। পরে দরজা-জানলা বন্ধ করে পালিয়ে যান তিনি। এরপর এ ঘটনায় ছোটনের বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন ওই দুই ভাইয়ের মা রেখা বেগম। ২০১৬ সালের ১ মার্চ ছোটনকে গ্রেফতার করে পুলিশ। পরে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন আসামি। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।