বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:৫৬, রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রোববার (২৬ মার্চ) বিকেলে এ সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও যোগ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক বর্তমান ও সাবেক উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যোগ দেয়া অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।