বিএনপির আন্দোলন মানেই মানুষ হত্যা-পেট্রলবোমা: তথ্যমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০১, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। বিএনপি ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের আগেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। তাদের আন্দোলনের নমুনা আমরা দেখেছি। বিএনপির আন্দোলন মানেই মানুষ পুড়িয়ে হত্যার মহোৎসব, অগ্নিসন্ত্রাস আর পেট্রলবোমা।

বৃহস্পতিবার সচিালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে আর কখনো অগ্নিসন্ত্রাস, পেট্রলবোমা হামলা চালাতে দেবে না দেশের মানুষ। বাংলাদেশে তাদের আর মানুষ পুড়িয়ে হত্যার মহোৎসব করতে দেয়া হবে না। বিএনপির অবৈধ দাবি- তত্ত্বাবধায়ক সরকারও আর কখনো ফিরে আসবে না।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের অবদান আছে। সেই দেশের রাষ্ট্রদূত আওয়ামী লীগের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও আমন্ত্রণ গ্রহণ করে সেখানে গিয়েছি। আওয়ামী লীগ রাত-বিরাতে বিএনপির মতো লুকিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে তার পদলেহন করেনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বারবার দেশে রাজনৈতিক সংকটের কথা বলছে। বাস্তবতা হচ্ছে, বিএনপির মধ্যেই ভয়ঙ্কর সংকট চলছে। তাদের চেয়ারপার্সন সাজাপ্রাপ্ত আসামি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক। আওয়ামী লীগ দেশকে কোনো সংকটে ফেলেনি। বৈশ্বিক পরিস্থিতিতে অনেক উন্নত দেশ সংকটে আছে। সেই তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অনেক ভালো রেখেছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article