আফগানিস্তান-পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪২, বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কাবুল, ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে অনুভূত কম্পনের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর- আল জাজিরা।

 

মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০.১৭ মিনিটে আফগানিস্তানে ৬.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভত হয়। যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। ভূমিকম্প উৎপত্তির স্থল কাবুল থেকে ৪০০ কিলোমিটার উত্তরে জুর্মের কাছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভারত-শাসিত কাশ্মীরের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

এছাড়াও তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন, কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ১৮৭.৬ কিলোমিটার গভীরে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Share This Article