চীনে নতুন সোনার খনির সন্ধান

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪২, মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

নতুন একটি সোনার খনির সন্ধান পেয়েছেন চীনা ভূ-তত্ত্ববিদরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, খনিজ সম্পদে শ্যানডং বরাবরই সমৃদ্ধ। স্বর্ণের একাধিক খনি রয়েছে এই প্রদেশে; কিন্তু নতুন এই খনিটি শ্যানডংয়ের অন্যান্য খনির চেয়ে অনেক বড়। নতুন সোনার খনিটি চীনকে আরো সমৃদ্ধশালী করবে।

শ্যানডঙের রুশান এলাকায় এই স্বর্ণখনির নাম শিলাওকোউ খনি। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন খনিতে আনুমানিক ৫০ টন সোনা থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

চীনে স্বর্ণের অভাব নেই। এই দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অজস্র সোনার খনি। দেশের অর্থনীতির উন্নয়নেও এই পীতবরণ ধাতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, গত বছর শ্যানডংয়ের জিয়াওজিয়া খনি থেকে ১০ টন স্বর্ণ উৎপন্ন করা হয়েছিল, যা দেশটির কোনো একক খনি থেকে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, সমগ্র চীনে খনিজ স্বর্ণের পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই রয়েছে শ্যানডংয়ে।

সঞ্চিত স্বর্ণভাণ্ডারের নিরিখে যুক্তরাষ্ট্রের পরেই আছে জার্মানি; তার পর যথাক্রমে ইতালি, ফ্রান্স ও রাশিয়া। এ তালিকায় চীনের নাম রয়েছে ৬ নম্বরে। তবে, সোনার ভান্ডারে পিছিয়ে থাকলেও চীন সর্বোচ্চ স্বর্ণ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে সহজেই।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীনের অগ্রগতিকে আরো ত্বরাণ্বিত করবে এই শিলাওকোউ খনি। চলতি বছরে আবিষ্কৃত সোনার খনিগুলির মধ্যে এখন পর্যন্ত এটিই বৃহত্তম।

Share This Article


ইউক্রেনের জন্য টাকা বা সময় কোনোটাই এখন নেই যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র

হামাসকে সুড়ঙ্গে ডুবিয়ে মারতে চায় ইসরায়েল?

ইউক্রেনকে সাহায্য করার মতো আর কোনও অর্থ নেই: হোয়াইট হাউস

নেলসন ম্যান্ডেলার দশম মৃত্যুবার্ষিকী আজ

জিম্বাবুয়ে নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

জলবায়ু সম্মেলনে ৫৭ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা

গাজায় গণহত্যা অব্যাহত, টানেলে পানি ঢুকাবে ইসরায়েল!

গাজায় স্কুলে হামলায় নিহত অন্তত ৫০

সমঝোতা না হলে নির্বাচন বর্জন করবে জাতীয় পার্টি

হামাস যোদ্ধা ভেবে ইসরায়েলিকে গুলি, সেই সেনা সদস্য গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগ: সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্র