মাদারীপুরে ২৩ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৩, মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

মাদারীপুরে আলোচিত রাজিব সরদার হত্যা মামলায় ২৩ জনকে ফাঁসি এবং ছয়জনকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুন ফেরদৌস এ রায় দেন।

 

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। পথে পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় পৌঁছুলে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর যখম করেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় পাঠানোর সময় পথেই তিনি মারা যান। এ ঘটনার তিনদিন পর নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে সদর থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তদন্তের পর ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। যুক্তিতর্ক শেষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে মঙ্গলবার এ আদেশ দিলেন বিচারিক আদালত।   বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর কোর্টের পি পি সিদ্দিকুর রহমান সিং।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

অনলাইন থেকে তারেকের বক্তব্য সরানোর আদেশ প্রকাশ

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি নেতা এ্যানিসহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

গাছ কাটা নিয়ে হত্যা, ভাই-বোনসহ ৭ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় চাঁদের জামিন নামঞ্জুর

ড. ইউনূসের বিচার শুরু

ড. ইউনূসের বিরুদ্ধে লড়বেন খুরশীদ আলম

শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিচার শুরু

ময়লার গাড়ি ভাঙচুর: ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে খারাপ সময় আসবে : প্রধান বিচারপতি