অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২২, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রোববার তার শান্তিনিকতনের ঠিকানায় ওই চিঠি দেওয়া হয়।  চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ অমর্ত্য অথবা তাঁর কোনো প্রতিনিধি যেন বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে উপস্থিত থাকেন। সেখানেই ওই ‘বিতর্কিত’ জমি নিয়ে শুনানি হবে।

 

বিশ্বভারতীর ওই চিঠিতে দাবি করা হয়েছে, অমর্ত্য বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। তাই আইন মেনে তাঁকে কেন ওই জমি উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্ন রাখা হয়েছে। ওই জমি নিয়ে বিতর্ক বেশ পুরোনো। কিছু দিন আগে অর্থনীতিবিদ যখন শান্তিনিকেতনে ছিলেন, সে সময়ই তাঁকে একটি চিঠি পাঠান বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে বলা হয়, অতি শিগগিরই ১৩ ডেসিমেল জমি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। ওই নোটিশ ঘিরে জোরালো হয় বিতর্ক। অমর্ত্য পাল্টা দাবি করেন, ওই বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ় নেওয়া, কিছুটা জমি কেনা। এখন মিথ্যে কথা বলছে কর্তৃপক্ষ।

এর মধ্যে শান্তিনিকেতনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্যের সঙ্গে দেখা করেন। অর্থনীতিবিদের হাতে জমির মাপজোক সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজেই বিএলআরও অফিসে গিয়েছিলেন মমতা। এরপর বিশ্বভারতীর উপাচার্যকে মমতা বলেন, 'এ ভাবে মানুষকে অপমান করা যায় না।' হুঁশিয়ারি দেন আইনি ব্যবস্থা নেওয়ার।

তবে কিছুদিন আগে বাবা আশুতোষ সেনের পরিবর্তে জমির লিজ় হোল্ডার হিসেবে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন অমর্ত্য সেন। বোলপুর ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে তার শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন অমর্ত্য সেনের এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা। কিন্তু দীর্ঘ শুনানির পরও তখন মীমাংসা হয়নি।

বিষয়ঃ ভারত

Share This Article


আরও ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা

আরও দুই দিন বাড়ল গাজা যুদ্ধবিরতির মেয়াদ

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির দাবিতে হোয়াইট হাউজের সামনে অনশন

হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না : কাতারের প্রধানমন্ত্রী

এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে চায় হামাস

দ্বিতীয় দফায় ১৭ ইসরায়েলি জিম্মিকে ছাড়ল হামাস

আরও বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ!

বিরতির প্রথম দিন ১৯৬টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

ইমরান খানের বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে করা আবেদন খারিজ