যে কারণে বিকল্প কমিটি গঠন করলেন ইমরান খান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৭, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দেশটির ইতিহাসে এ রকম সরকারবিরোধী বিক্ষোভ খুব কমই হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

অপরদিকে বসে নেই সরকারও। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাগ্রহণের পর পক্ষ থেকে ইতোমধ্যে ইমরান খানের বিরুদ্ধে ৯৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে তিনি গ্রেফতার হলে দল চালানোর জন্য বিকল্প কমিটি গঠন করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শনিবার তোশাখানা মামলায় হাজিরা দিতে লাহোরের বাসভবন থেকে ইসলামাবাদ যান পিটিআই চেয়ারম্যান। গ্রেফতারি পরোয়ানা জারি করা মামলাগুলোর মধ্যে এটিই প্রধান মামলা।

জিও নিউজ জানিয়েছে, এদিন লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করার আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান। ওই সাক্ষাৎকারে বিকল্প কমিটি গঠন করার কথা জানান তিনি।

৭০ বছর বয়সি পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমি একটি কমিটি করেছি, যা স্পষ্টতই সিদ্ধান্ত নেবে- যদি আমি কারাগারে থাকি।’

এর আগে খানকে গ্রেফতার করার জন্য পুলিশ জামান পার্কের বাসভবনে গেলে পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার না করেই ফিরে যায়। সাম্প্রতিক ওই সংঘর্ষে বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দলটিরও বেশ কিছু সমর্থক আহত এবং অনেককে গ্রেফতার করে পুলিশ।

বিষয়ঃ পাকিস্তান

Share This Article


মালদ্বীপের নির্বাচনে ভারতবিরোধী মুইজ্জুর দলের বিশাল জয়

মালদ্বীপে বড় জয়ের পথে ‌‘ভারতবিরোধী’ মুইজ্জুর দল

ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১৩ শিশুর মৃত্যু

ইসরায়েল-ইউক্রেনকে সহায়তায় বিল পাসে বৈশ্বিক সংকট বাড়বে: রাশিয়া

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪ হাজার ছাড়ালো

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত ৫৮

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখে কুলুপ বাইডেন প্রশাসনের

অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত

দুধে বার্ড ফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইন পাওয়া গেছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবার ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিল ইইউ

ভারতের নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ