আইসিসির পরোয়ানা মাথায় নিয়ে ক্রিমিয়ায় পুতিন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১২, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার নবম বর্ষপূর্তির দিনে আকস্মিক সফরে সেভাস্তপোলে হাজির হন পুতিন। সেখানে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তিতে অংশ নেন তিনি।  


 

এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। পরোয়ানা জারির একদিনের মাথায় প্রথমবারের মতো ক্রিমিয়া সফরে গেলেন পুতিন।  

এদিকে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয় রাশিয়া। যুক্ত হওয়ার ৯ বছর পূর্তি ছিল শনিবার। এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন। তবে এ সফরের আগে পুতিন কোনো ঘোষণা দিয়ে যাননি।

রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার সেভাস্তপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেন। এ সফরে গিয়ে পুতিনকে সেভাস্তপোলের একটি নতুন শিশু সেন্টার ও আর্ট স্কুলে দেখা যায়।

সেভাস্তপোলের গভর্নর রেজভোঝায়েভ জানিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট জানেন, কীভাবে সারপ্রাইজ দিতে হয়।

এদিকে আইসিসির বিবৃতিতে বলা হয়েছিল, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়। পুতিন ছাড়া রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। তাকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 

বিষয়ঃ রাশিয়া

Share This Article


যে কারণে পদার্থে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা আজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুমোদন পেলো ম্যালেরিয়ার নতুন টিকা

খাশোগি হত্যাকাণ্ড, পাঁচ বছরেও মেলেনি ন্যায়বিচার

বাংলাদেশে বিশেষ কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার

হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত বেড়ে ১০

চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক

পরমাণু সাবমেরিনে ৪৬০ কোটি ইউরো ঢালছে যুক্তরাজ্য

তুরস্কের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র হচ্ছে ‘সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য’: চীন

প্রথম কোনো নারী মহাসচিব পেতে পারে জাতিসংঘ