ঢাকায় মাদকসহ ৩ জন আটক
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:০৬, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯

রাজধানীর দারুস সালাম এবং ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার সকালে তাদের আটক করা হয়।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৪। আটকরা হলেন- মো. শরীফ (২৫), মো. আরিফ হাসান (৩০) ও মো. সিরাজ মোল্লা (৪৫)।
র্যাব জানায়, শনিবার সকালে রাজধানীর দারুস সালাম ও ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে র্যাব-৪ এর পৃথক দুটি দল।
এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজা ও ৮ হাজার ৮২০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটকরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে আসছেন। এরপর এসব রাজধানী ও ঢাকা জেলার নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন তারা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়ঃ
বাংলাদেশ