আগামী নির্বাচন নিয়ে আলোচনা দরকার আছে: জাফরুল্লাহ চৌধুরী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩২, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯

দুই দলকে এ অবস্থান থেকে ফিরে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘আলোচনার দরকার নাই মানে কী। অবশ্যই আলোচনার দরকার আছে।’

গুণীজন সম্মাননা অনুষ্ঠানে হুইলচেয়ারেই বসা ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। অসুস্থতায় স্বাস্থ্য ভেঙে গেছে। কিন্তু সম্মাননা গ্রহণের পর যখন বক্তৃতা শুরু করলেন, তখন সেই চিরচেনা তেজোদীপ্ত ডা. জাফরুল্লাহ। বললেন, রাজনীতি নিয়ে। রাজনীতিক, ব্যবসায়ী, আমলা, বিচারক–সবার কড়া সমালোচনা করলেন। আওয়ামী লীগ ও বিএনপি সংলাপ নাকচ করে দিলেও জাফরুল্লাহ চৌধুরী বললেন, আগামী নির্বাচন নিয়ে আলোচনা অবশ্যই দরকার।

মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী বরাবরই সমাজতন্ত্রে বিশ্বাসী। একই সঙ্গে বঙ্গবন্ধুরও অনুগত। সে কথা খোলাখুলিই বলেন। সম্মাননার মঞ্চে বললেন, ‘আমি তো আওয়ামী লীগ নই। কিন্তু শেখ মুজিবের অনুগত।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বিএনপিও বলছে, আগেরবার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা না করায় আর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে না। দুই দলকে এ অবস্থান থেকে ফিরে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘আলোচনার দরকার নাই মানে কী। অবশ্যই আলোচনার দরকার আছে।’

আবারও জাতীয় সরকারের কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে এখানে যাঁরা আছেন, সবাই মিলে দুই বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। তাহলে বাংলাদেশকে সুইজারল্যান্ডে রূপান্তরের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা ৫ বছরেই বাস্তবায়ন করে দেখানো সম্ভব। ছবি টাঙালেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয় না। তাঁর চিন্তার বাস্তবায়ন করতে হবে। কৃষক-শ্রমিকদের মাসিক ভাতা দিতে হবে। কর্মসংস্থান করতে হবে। বৃদ্ধদের সংখ্যা বাড়ছে। তাঁদের দেখাশোনা করতে হবে।

রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, আর কত দিন আল্লাহর নাম অপব্যবহার করে বাঁ‎চবেন। চলেন সবাই মিলে চেষ্টা করি, ভোটটা যেন সঠিকভাবে হয়। ড. কামাল, আ স ম আবদুর রব, আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমকে দেশের জন্য আরেকবার পথে নামতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে ।

Share This Article


২১ নাবিক জাহাজে, ২ জন দেশে আসবেন বিমানে

বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তি: ওবায়দুল কাদের

মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো: তথ্য প্রতিমন্ত্রী

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করছে সৌদি আরব

আজ শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস

সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী

প্রস্তাবিত ৫ ব্যাংকের বাইরে একীভূত করা হবে না

৬ বিভাগে বইছে তাপপ্রবাহ, আরও বাড়বে গরম

বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় ইসরায়েলের বিমান