অস্ট্রেলিয়ায় নদীতে ভেসে উঠলো লাখ লাখ মরা মাছ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মেনিন্দি শহরের কাছে ডার্লিং নদীতে হঠাৎ করে লাখ লাখ মাছ মারা গেছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে নদীতে মরা মাছ ভাসতে থাকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নদী কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দাবানলের প্রভাবে ডার্লিং নদীতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এতো মাছ মরার ঘটনা এ শহরে আগে কখনো ঘটেনি। প্রসঙ্গত, তিন বছর আগে একবার এই শহরে প্রচুর মাছ মারা গিয়েছিল।
জলবায়ু পরিবর্তন তাপ তরঙ্গকে আরও ঘন, আরও তীব্র ও দীর্ঘস্থায়ী করেছে। শিল্প যুগের শুরু থেকে পৃথিবী ইতোমধ্যে প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে।
সরকার তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৮ মার্চ) মেনিন্দিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।