মিরপুরে হেরোইনসহ ২ জন আটক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৩, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

রাজধানীর মিরপুর এলাকা থেকে ৮৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. দুলাল আলী (৩০) ও মো. লতিফ (৪২)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪। এর আগে শুক্রবার তাদের আটক করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় ৮৫ গ্রাম হেরোইনসহ মো. দুলাল আলী ও মো. লতিফকে আটক করা হয়। আটকরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করতেন। এরপর তা রাজধানীসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article