মিরপুরে হেরোইনসহ ২ জন আটক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৩, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

রাজধানীর মিরপুর এলাকা থেকে ৮৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. দুলাল আলী (৩০) ও মো. লতিফ (৪২)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪। এর আগে শুক্রবার তাদের আটক করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় ৮৫ গ্রাম হেরোইনসহ মো. দুলাল আলী ও মো. লতিফকে আটক করা হয়। আটকরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করতেন। এরপর তা রাজধানীসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন