কর্মী অপসারণ করতে পারবে দুদক, চাকরি ফেরত পাবেন না শরীফ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২ চৈত্র ১৪২৯

কোনো কারণ দর্শানো ছাড়াই দুদকের যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সেক্ষেত্রে শরীফ চাকরি ফেরত পাবেননা।অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে হাইকোর্টে রিট করেন শরীফ। বৃহস্পতিবার সেটিসহ দুদক আইনের ৫৪ ধারার বৈধতা নিয়ে রায়ের দিন ধার্য ছিলো।

 


বৃহস্পতিবার সকালে রায়ের শুরুতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বিভাগ দুদক আইনের ৫৪ ধারাকে বৈধ বলে রায় দেন। এর ফলে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে দুদক নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে। বাতিল করা হয় হাইকোর্টের রায়।

এ রায়ের সঙ্গে সঙ্গে চাকরি ফেরতের সম্ভাবনা নাই হয়ে যায় শরীফের। তবে আপিল বিভাগ থেকে বের হয়ে কথা বলতে চাননি তিনি।

এর আগে ৫৪(২) বিধি অনুসারে মো. আহসান আলী নামে দুদকের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি এ বিধির বৈধতা নিয়ে রিট করেন। সে রিটে হাইকোর্ট ২০১১ সালের ২৭ অক্টোবর এ বিধি বাতিল ঘোষণা করে রায় দেন। পরে দুদক এই রায়ের বিরুদ্ধে আপিল করে।

এদিকে, দুদকের উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে গত বছর ১৬ ফেব্রুয়ারি অপসারণ করলে তিনি দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি ও চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

পরে ১১ এপ্রিল তা শুনানির জন্য ওঠে। কিন্তু তখন পর্যন্ত মো. আহসান আলীর মামলায় দুদকের দুদকের রিভিউ আবেদনের নিষ্পত্তি না হওয়ায় শরীফের রিটের শুনানি মুলতবি করে আদেশ দেন হাইকোর্ট।

এ মুলতবি আদেশের বিরুদ্ধে গত বছরের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন শরীফ।

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন