কর্মী অপসারণ করতে পারবে দুদক, চাকরি ফেরত পাবেন না শরীফ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২ চৈত্র ১৪২৯

কোনো কারণ দর্শানো ছাড়াই দুদকের যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সেক্ষেত্রে শরীফ চাকরি ফেরত পাবেননা।অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে হাইকোর্টে রিট করেন শরীফ। বৃহস্পতিবার সেটিসহ দুদক আইনের ৫৪ ধারার বৈধতা নিয়ে রায়ের দিন ধার্য ছিলো।

 


বৃহস্পতিবার সকালে রায়ের শুরুতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বিভাগ দুদক আইনের ৫৪ ধারাকে বৈধ বলে রায় দেন। এর ফলে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে দুদক নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে। বাতিল করা হয় হাইকোর্টের রায়।

এ রায়ের সঙ্গে সঙ্গে চাকরি ফেরতের সম্ভাবনা নাই হয়ে যায় শরীফের। তবে আপিল বিভাগ থেকে বের হয়ে কথা বলতে চাননি তিনি।

এর আগে ৫৪(২) বিধি অনুসারে মো. আহসান আলী নামে দুদকের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি এ বিধির বৈধতা নিয়ে রিট করেন। সে রিটে হাইকোর্ট ২০১১ সালের ২৭ অক্টোবর এ বিধি বাতিল ঘোষণা করে রায় দেন। পরে দুদক এই রায়ের বিরুদ্ধে আপিল করে।

এদিকে, দুদকের উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে গত বছর ১৬ ফেব্রুয়ারি অপসারণ করলে তিনি দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি ও চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

পরে ১১ এপ্রিল তা শুনানির জন্য ওঠে। কিন্তু তখন পর্যন্ত মো. আহসান আলীর মামলায় দুদকের দুদকের রিভিউ আবেদনের নিষ্পত্তি না হওয়ায় শরীফের রিটের শুনানি মুলতবি করে আদেশ দেন হাইকোর্ট।

এ মুলতবি আদেশের বিরুদ্ধে গত বছরের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন শরীফ।

Share This Article


কুমিল্লায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে ৪ জনের মৃত্যুদণ্ড

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানির অপেক্ষা

সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল

প্রশ্নফাঁসের ঘটনায় কারাগারে ১০ আসামি

প্রশ্নফাঁস: আবেদ আলীসহ ১৭ জন আদালতে

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি আগামীকাল

‘কোনো ওসি আমার আত্মীয় নয়, অসঙ্গতি হলেই জবাব দিতে হবে’

কোটাবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল

কারাগার পরিদর্শন শেষে কনডেম সেল নিয়ে দুই বিচারপতি বললেন...

বেনজীরের জমি জিম্মায় নিল বান্দরবান জেলা প্রশাসন

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল

সাজা কখনও স্থগিত হয় না : ড. ইউনূসের মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট