ডাইং মিলে পা পিছলে প্রাণ গেল শ্রমিকের
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২ চৈত্র ১৪২৯

রাজধানীর কদমতলীতে একটি ডাইং মিলে পা পিছলে পড়ে মো. কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সদরে। তিনি শ্যামপুর লাল মসজিদ এলাকায় থাকতেন।
নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, আমার স্বামী ‘টৈট্রা ডাইং’ ফ্যাক্টরির একজন শ্রমিক। সকালের দিকে মাথায় কাপড়ের বস্তা নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান তিনি। এ সময় তার মাথায় রোলারের সঙ্গে আঘাত লাগে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিষয়ঃ
বাংলাদেশ