জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

  জেলা সংবাদদাতা
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২ চৈত্র ১৪২৯

জয়পুরহাটে আজিজুল হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী ও একই এলাকার  আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সদর উপজেলার দেবরাইল গ্রামের আপন দুই ভাই আকবর আলী ও আহাম্মদ আলীর মধ্যে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ২০০৭ সালের ১১ এপ্রিল আকবর তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির খলিয়ানে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় আসামিরা একজোট হয়ে আকবরসহ পরিবারের সদস্যদের কোদাল, লোহার রড, শাবল লাঠি দিয়ে মারপিট করে। আহত আকবরকে বগুড়ার শজিমেক হাসপাতালে, তার দুই ছেলে আজিজুল ও রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৫ মে আজিজুল মারা যান।

এর আগে ঘটনার ছয় দিন পর ১৭ এপ্রিল নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ওই মামলায় হত্যার ঘটনা লিপিবদ্ধ করা হয়। পরে মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রাষ্ট্রপক্ষ দুইজনের মৃত্যুদণ্ড চেয়েছিল। সেখানে সবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন