জার্মানি এখনো অধিকৃতই রয়ে গেছে: পুতিন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৮, বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১ চৈত্র ১৪২৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের কয়েক দশক পরও জার্মানি ‘অধিকৃতই’ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দেশটি স্বাধীনভাবে কাজ করতে অক্ষম।

 

নর্থ সি-র পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জার্মানির অবস্থান দেখে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউরোপের নেতারা চাপে থেকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বোধ হারিয়েছেন।

গত বছর রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে আঘাত হানা বিস্ফোরণের তদন্ত নিয়ে জার্মানিসহ পশ্চিমা দেশগুলো সতর্কভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ওই বিস্ফোরণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তারা বিশ্বাস করে, এমনটি জানালেও এর জন্য কারা দায়ী বলে মনে করে তা জানাতে অস্বীকার করে তারা।

তবে পুতিন জানান, নর্ড স্ট্রিমে বিস্ফোরণটি ‘রাষ্ট্রীয় পর্যায়’ থেকে ঘটানো হয়েছে। এ বিস্ফোরণের জন্য ইউক্রেইনপন্থী স্বায়ত্তশাসিত কোনো গোষ্ঠী দায়ী এমন ধারণা তিনি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

এদিকে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে বলেছেন, “ইউক্রেইনকে ‘দায় দেওয়ার জন্য’ অন্য কেউ বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে।”

প্রসঙ্গ, ওই পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস জার্মানিতে নেওয়ার পরিকল্পনা ছিল। যদিও ইউক্রেনে মস্কোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার হাইড্রোকার্বনের ওপর বার্লিন তাদের নির্ভরতা কমিয়ে আনার পদক্ষেপ নেয়।

ওই বিস্ফোরণের দায় কাউকে দেয়ার বিষয়ে বার্লিনের নেতারা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিষয়ঃ রাশিয়া

Share This Article


যে কারণে পদার্থে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা আজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুমোদন পেলো ম্যালেরিয়ার নতুন টিকা

খাশোগি হত্যাকাণ্ড, পাঁচ বছরেও মেলেনি ন্যায়বিচার

বাংলাদেশে বিশেষ কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার

হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত বেড়ে ১০

চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক

পরমাণু সাবমেরিনে ৪৬০ কোটি ইউরো ঢালছে যুক্তরাজ্য

তুরস্কের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র হচ্ছে ‘সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য’: চীন

প্রথম কোনো নারী মহাসচিব পেতে পারে জাতিসংঘ