ইমরান খানের বাড়ি ঘেরাও, উত্তপ্ত পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১১, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। তবে সমর্থকদের বাধার মুখে এখনো বাড়িটিতে ঢুকতে পারেনি তারা। বাড়িতে ঢোকার চেষ্টা করলে পিটিআই কর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এসময় জলকামান ব্যবহার করলেও ইমরান খানের বাড়ি থেকে সর্বোচ্চ ৯০ মিটার দূরত্বে পৌঁছাতে পেরেছে পুলিশ।

এ অবস্থায় পিটিআই চেয়ারম্যান সব কর্মী-সমর্থককে রাস্তায় নেমে আসার আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার (১৪ মার্চ) এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, তারা ভাবছে আমি গ্রেফতার হলে জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদেরই তাদের ভুল প্রমাণ করতে হবে।

জানা গেছে, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেফতার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি।

জিও নিউজ জানিয়েছে, ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার বাড়ি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ অবস্থায় জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তারা বর্তমানে ইমরান খানের বাড়ি থেকে ৯০ মিটার দূরে রয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদের ডিআইজি আহত হয়েছেন। পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ক্যানন ইমরান খানের বাড়ির ভেতরে গিয়ে পড়েছে।

পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি প্রথমে বলেছিলেন, ইমরান খান জামান পার্কের বাড়িতে রয়েছেন। তবে পরে বলেছেন, পিটিআই প্রধান সেখানে নেই। এছাড়া পুলিশের কাছে ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা দেখতে চেয়েছেন সাবেক অর্থমন্ত্রী।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা মরিয়ম নওয়াজ বলেছেন, কোনো পুলিশ কর্মকর্তা আহত বা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ইমরান খানই দায়ী থাকবেন।

তবে ভিডিওবার্তায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, আমার যদি কিছু হয় এবং আমাকে জেলে পাঠানো হয় বা আমাকে হত্যা করা হয়, তবে আপনাদের প্রমাণ করতে হবে, আপনারা ইমরান খানকে ছাড়াই সংগ্রাম করবেন এবং এই চোরদের দাসত্ব মেনে নেবেন না।

ইমরান খানের গ্রেফতারি আটকাতে পিটিআই সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি নিম্ন আদালত। তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

সেই পরোয়ানা গত সপ্তাহে স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট এবং ইমরান খানকে ১৩ মার্চ নিম্ন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কিন্তু সেদিনও আদালতে হাজির হননি পিটিআই চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তাকে গ্রেফতার করতে যায় পুলিশ।

এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ইমরানকে গ্রেফতারে জামান পার্কের বাড়িতে হানা দিলো পুলিশ। গত ৫ মার্চ কৌশলে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

Share This Article


ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

দেশে দেশে কোটা ব্যবস্থা

আমি মারাও যেতে পারতাম: ট্রাম্প

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ১৪১ ফিলিস্তিনি

প্রাণে বেঁচে ঈশ্বরের কাছে ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ

যুক্তরাষ্ট্রে চলতি বছর ৩০২ বন্দুক হামলার ঘটনা

গাজায় গণহত্যার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী: মাহমুদ আব্বাস

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে: এফবিআই

পশ্চিমের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইংরেজির বিস্তার উত্তর কোরিয়ায়

হামলার ঘটনায় বাইডেনকেই দায়ী করছেন ট্রাম্পের সমর্থকরা

আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই, এটা ক্ষমা করা যায় না: বাইডেন

ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প