নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও স্বচ্ছ হবে: আল জাজিরাকে শেখ হাসিনা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৭, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে। যারা এখন তত্ত্বাবধায়ক চাচ্ছে, তারা নিজেরাই এই পদ্ধতি বিকৃত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সম্প্রতি কাতারে এলডিসি সম্মেলন চলার ফাঁকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার যে দাবি করছে সেটি তিনি মেনে নেবেন কিনা! সাংবাদিক নিক ক্লার্কের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের খুবই বাজে অভিজ্ঞতা আছে। বিএনপি যখন ২০০১ সালে ক্ষমতায় ছিল; তারা শুধু মানবাধিকার লঙঘনই করেনি, তারা মানুষকে হত্যা করেছে, দেশকে ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে। সেসময় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম পাঁচবার এসেছে। অন্য অনেকের মতো আমিও ভুক্তভোগী হয়েছি।

‘শুধু তাই নয়, বিএনপির দুর্নীতির বিষয় দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণিত হয়েছে। এরপর দেশব্যাপী তাদের সন্ত্রাস সহিংসতায় সারা দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ে। দেশের পাঁচ শতাধিক স্থানে এক ঘণ্টার মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তারা। বাংলাদেশকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তাদের অপকর্মের জন্য তখন জরুরি অবস্থাও জারি হয়েছিল। আমি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছি, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি,’ সাক্ষাৎকারে বলেন প্রধানমন্ত্রী।  

শেখ হাসিনা আরও বলেন, বিএনপি দেশে আগ্রাসী রাজনীতির সূচনা করেছিল। তারা আমাকে একাধিকবার হত্যা করার চেষ্টা করেছে। ২১ আগস্ট প্রকাশ্য দিবালকে আমার ওপর হামলা চালিয়েছে। নারী নেত্রী আইভি রহমানসহ আমার দলের ২২ জন সদস্যকে হত্যা করা হয়েছে। এমনকি এ নিয়ে কোনো তদন্ত, এর কোনো বিচার পর্যন্ত হয়নি।’ 

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি-না ! তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। আগের দুই নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও, অভিযোগকারীরা কোনোকিছু প্রমাণ করতে পারেনি। নির্বাচন সুষ্ঠু হয়েছিল ও মানুষ আমার দলের পক্ষেই ভোট দিয়েছে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। কেন? কারণ, তাদের দলের নেতারা দুর্নীতি, অস্ত্র পাচার, গ্রেনেড হামলার মতো অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ছিল, পরাজিত হবার ভয়ে তারা ২৯১৩-১৪ সালে দেশব্যপী নজিরবিহীন সহিংসতা চালিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। ফলে  নির্বাচনে অংশ নেয়ার মতো পরিস্থিতি বা প্রস্তুতিও তাদের ছিল না বলে জানান প্রধানমন্ত্রী।

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন


ভারতীয় হাই কমিশনারের বাস ভবনে বিএনপি নেতাদের নৈশভোজের রহস্য কি?

নির্বাচন ইস্যুতে একতরফা সিদ্ধান্তে সঙ্গীহীন বিএনপি!

যে কারণে জন্মদিন পালন করতেন না বঙ্গবন্ধু

টুঙ্গিপাড়ার সেই খোকা থেকে বাঙালি জাতির পিতা

এলডিসির মঞ্চে সফল কূটনীতি : সম্মেলন ছিলো বাংলাদেশময়!

ফটোসেশন ও পুরস্কারে অন্তঃপ্রাণ ড. ইউনূস!

বিতর্কিত নোবেল বিজয়ীদের তালিকায় ড. ইউনুস !

ড. ইউনূসের নোবেল জয় দরিদ্রদের বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে গেছে!

ছোট দলগুলির নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত: কে কোনদিকে ভিড়ছে

বিএনপি অংশ না নিলে পর্যবেক্ষক পাঠাবে না, এ কথা বলেনি ইইউ!

নোবেল বিজয়ীগণ কি আইনের উর্ধে?

ড. ইউনূস'র জীবনের সবচেয়ে বড় লজ্জা!