ডাচ-বাংলার ছিনতাই হওয়া আরো আড়াই কোটি টাকা উদ্ধার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩৮, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯

রাজধানীর উত্তরায় বেসরকারি ডাচ–বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকার আরো একটি অংশ উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার।

ঢাকা ও সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে এ ঘটনায় অভিযুক্ত আটজনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে ওই টাকা উদ্ধার হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রোববার দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

গত ৯ মার্চ উত্তরার দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরে ব্রিজের কাছে একটি গাড়ি থেকে ট্রাংকভর্তি ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাত অস্ত্রধারীরা।

পরে অভিযানে উদ্ধার হয় ছিনতাই হওয়া টাকার একটি অংশ। যে গাড়িতে টাকা নেয়া হচ্ছিল সেই মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজনের সামনে উদ্ধার হওয়া তিনটি ট্রাংক খুলে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম।

Share This Article