ওটিটিতে আসছে পাঠান

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৬, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯

বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। নানা সমালোচনার মধ্যেও রেকর্ড গড়েছে ছবিটি। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বলিউড ‘বাদশা’। এর মধ্যেই ওটিটিতে মুক্তি পাচ্ছে পাঠান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চলতি মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। আর এতে দেখা যাবে সেন্সরকৃত দৃশ্যসহ পুরো সিনেমা।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, পাঠানের একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে ।

হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।

স্পাই বিশ্বের ছবি ‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। শুরু থেকে শেষ দিন অবধি হলগুলো হাউসফুল হয়েছে। এখনও বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ছবিটি। দিন দিন বাড়ছে বক্স অফিস সংগ্রহের গ্রাফও। তার মধ্যেই এসে গেল ওটিটিতে মুক্তির খবর। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।

Share This Article