সিরিজ নিশ্চিতে মাঠে নামছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে সাকিব আল হাসানের দল। জিতলেই এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা তিনটায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে কিংবা জেতার সম্ভাবনা তৈরি করতে পারে- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এমনটা কেউই কল্পনাতেও আনতে পারতো না। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ওয়ানডে নিয়ে বাজি ধরার লোকের অভাব নেই। কিন্তু টি-টোয়েন্টি নিয়ে বাজি ধরার লোক এদেশে পাওয়া কঠিনই হতো। অথচ হয়েছে উল্টোটা।

মিরপুরের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুঁইয়ে চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। সেখানে ওয়ানডেতে স্বস্তির জয় নিয়ে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস ফিরিয়েছে। সাগরিকায় প্রথম টি-টোয়েন্টি জিতে আজ (রবিবার) সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজে জেতার খুব বেশি অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন ফাঁদ বানিয়ে জিতলেও সেই জয়ে আসলে ছিল না কোনও মাহাত্ম্য!

এবার স্পোর্টিং উইকেটে খেলে ইংলিশদের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় সাফল্যের দারুণ একটি পালক যুক্ত হবে। যদিও মিরপুরের উইকেট ঐতিহ্যগতভাবেই রহস্যজনক। তারপরও বিপিএলের পর ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেতে ভালো উইকেটে খেলা হয়েছে। এমন উইকেট পেলে বাংলাদেশের জন্য লড়াই করার সুযোগ থাকবে।

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল