তাদের হাতে বাংলাদেশ তুলে দেব না, জীবন থাকতে তা হতে দেব না : ওবায়দুল কাদের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৫, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। ৭-ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার দিয়েছিল। যারা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল তাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব না। আমাদের জীবন থাকতে তা হতে দেব না। এই অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না।’  আজ শনিবার বিকালে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপি ফান্দে পড়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে। একদিকে লন্ডনের ফরমায়েশ অন্যদিকে টাকাওয়ালাদের টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। চোখে অন্ধকার দেখছেন।’
তিনি বলেন, ‘জনগণ খুশি থাকলে বিএনপি বেজার। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়, এ জন্যই বিএনপি বেজার। তিনি বলেন, বিএনপি এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়েছে? মানববন্ধনে, পথ হারিয়ে পদযাত্রার পথিক এখন মানববন্ধনে। দিশেহারা পথিক। কোথায় যাবে এখন?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ধানের শীষের আরেকনাম পেটে বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ।’

তিনি বলেন, ‘বিএনপি এখন দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমে নাই। মুখের বিষ আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। আজকে এ ভরা রোদের মধ্যে বঙ্গবন্ধুকন্যাকে এক নজর দেখার জন্য সারা ময়মনসিংহের অগণিত মানুষ ছুটে এসেছে। আজকে আবারও প্রমাণ হয়েছে ময়মনসিংহ হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্ভেদ্য ঘাঁটি, দুর্জয় ঘাঁটি।’

Share This Article


সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের

৭৭ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সহিংস আন্দোলনের প্রস্তুতি বিএনপির: জামায়াতের সাথে গোপন বৈঠক

যেকোনো সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি!

বিএনপির হাতে দেশ নিরাপদ নয়: ওবায়দুল কাদের

পাকিস্তানি ‘হ্যাকার্সদের’ ভাড়া করল বিএনপি, শাসকদলের পেইজ দখলের চেষ্টা!

পিছিয়ে পড়া রংপুর বিভাগ এগিয়ে চলছে হাইস্পিড গতিতে: নৌপ্রতিমন্ত্রী

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি: আইনমন্ত্রী

গুজবের মাস ‘অক্টোবর’ !

ভিসানীতি ঐক্যবদ্ধ করছে আওয়ামীলীগ ও প্রশাসনকে!

নির্বাচনি পর্যবেক্ষক কারা আসবে না আসবে সেটা ভাবার বিষয় নয়: ওবায়দুল কাদের

‘সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান’