প্রধানমন্ত্রীর উল্টো প্রশ্নে অপ্রস্তুত হলেন আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১০, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯

এমন একটি অবস্থা থেকে আমি ও আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম ও আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনি। শুধু তাই নয় দেশে  জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করি

 

আপনি (শেখ হাসিনা) গত ১৪ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। পশ্চিমা মিডিয়ায় প্রায়ই আপনাকে নিয়ে অটোক্রেটিক লিডার (স্বৈর শাসক) এই দুটি শব্দ ব্যবহার করে। এ বিষয়টি আপনি নিজেকে কিভাবে বর্ণনা করবেন?আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক এর এমন প্রশ্নের জবাবে কি বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনের পার্শ্ব বৈঠকে আল জাজিরাকে দেয়া  সাক্ষাৎকারে সাংবাদিক নিক ক্লার্ক এর এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'যদিও পশ্চিমা গণমাধ্যম এমন কি আল জাজিরাও যদি আমাকে অটোক্রেটিক লিডার বলে তাহলে আমার প্রশ্ন, যখন আমাদের দেশে সামরিক শাসকরা রাষ্ট্রপরিচালনা করেছিল ওই সময়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? যারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার বাবা ও জাতির পিতা ও রানিং প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু বাবাকে নয় আমার মা, আমার তিন ভাই, আমার দুই দুলা ভাই, আমার চাচাকেও নির্মমভাবে হত্যা করেছে। সব মিলিয়ে ১৮ জন সদস্যকে সামরিক সরকার হত্যা করেছিল। ক্ষমতার জোরে তারা সংবিধান লঙ্ঘন করে ও সামরিক আইন ভঙ্গ করে দেশের মানুষের ওপর সামরিক শাসন শুরু করেছিল তারা কি গণতান্ত্রিক সরকার ছিল?'

প্রধানমন্ত্রীর উল্টো প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়েন সাংবাদিক ক্লার্ক। শেখ হাসিনা পুনরায় তার ক্লার্কের প্রশ্নের জবাবে ফিরে আসেন। তিনি বলেন, 'এমন একটি অবস্থা থেকে আমি ও আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম ও আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনি। শুধু তাই নয় দেশে  জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করি।'

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি ১১ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় আল জাজিরায় সম্প্রচার করা হয়। 
কাতারের রাজধানী দোহায় দেওয়া এই সাক্ষাৎকারে উল্লেখিত বিষয় ছাড়াও আশ্রিত রোহিঙ্গা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের