‘শেখ হাসিনা সরকারের এখন প্রধান কাজ মানুষকে বাঁচানো’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৩, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিতে মানুষ কষ্ট করেছে। এখন আর উন্নয়ন নয়, এখন শেখ হাসিনার প্রধান কাজ মানুষকে বাঁচানো।

১০ মার্চ নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের সভাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে যদি কোনো দাবি থাকে তখন বাস্তবায়ন করা হবে। এর আগে পারবো না। কারণ বৈশ্বিক পরিস্থিতিতে মানুষ কষ্ট করছে । এখন আর উন্নয়ন নয়, এখন শেখ হাসিনার প্রধান কাজ মানুষকে বাঁচানো। তার নেতৃত্বে মানুষ ঘুরে দাঁড়িয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ময়মনসিংহের যেদিকেই তাকান, শুধু রাস্তা আর রাস্তা, সেতু আর সেতু। এরকম রোড কানেক্টিভিটি এ অঞ্চলে ইতিহাসে আর কখনো হয়নি। ময়মনসিংহে আর চাওয়ার কি আছে? সবকিছু হয়ে গেছে। নতুন করে চাওয়ার কিছু নেই।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

Share This Article