ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১২, শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২৫ ফাল্গুন ১৪২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দীর্ঘ পাঁচ বছর পর শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেবেন ৩০ প্রকল্পের। পাশাপাশি নগরীর সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।

উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলীতে দুটি স্থলবন্দর। পূর্ণাঙ্গ এ দুটি বন্দর চালু হলে দেশের আমদানি-রফতানি বাণিজ্য কয়েকগুণ বাড়বে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বর্ণিল ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেঁয়ে গেছে পুরো ময়মনসিংহ নগরী। জনসভা ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে উন্নয়নের মডেলে পরিণত করবেন। যেসব উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সেগুলোর বাস্তবায়ন করবেন বলেও তারা প্রত্যাশা করছেন।

প্রধানমন্ত্রীর আগমন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বিষয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বিগত বছরগুলোতে কোনো সরকার ময়মনসিংহবাসীর এত উন্নয়ন করেনি।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম বলেন, জনসমাবেশে মানুষের সমাগমে তিল ধারণের জায়গা থাকবে না। জনসভায় রেকর্ড সংখ্যক নেতাকর্মীর সমাবেশ ঘটবে। জনসভার মাঠ পূর্ণ হয়ে আশপাশের রাস্তায়ও মানুষের জায়গা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Share This Article