ভবনে আর মরদেহ নেই, জানাল ফায়ার সার্ভিস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৫, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের ওই সাততলা ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপরই ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানানো হয়। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মরদেহ নেই।’

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন।’

গত মঙ্গলবার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

সর্বশেষ ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, গতকাল বুধবার বিকেলে মমিন উদ্দিন সুমন (৪৪) ও রবিন হোসেন শান্ত (২০) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুসা নামের একজনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত শতাধিক।

এদিকে সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। গত মঙ্গলবার সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article