গুলিস্তানে মিললো আরো দুই মরদেহ, নিহত বেড়ে ২০

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪১, বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২৩ ফাল্গুন ১৪২৯

 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন টাওয়ার ভবনের বেজমেন্ট থেকে দুই মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই মরদেহ উদ্ধার হয়। নিহতদের মধ্যে একজন পুরান ঢাকার ৪৪ বছর বয়সী মমিন উদ্দিন সুমন। তার এই ভবনে স্যানিটারির ব্যবসা ছিল। আরেকজনের নাম রবিন হোসেন।


কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা বেজমেন্ট থেকে দুই মরদেহ উদ্ধার করেছি। দুজনই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় হাসপাতাল থেকে জানা যাবে।’

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘সর্বশেষ উদ্ধার হওয়া দুটি মরদেহ ইট-বালির নিচে চাপা পড়ে ছিল।’

উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা কোনো ধরনের মেশিন ব্যবহার করতে পারছি না। আজকে র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে সার্চ করা হয় এবং আমাদের অনুমান ছিল, এখানে মরদেহ থাকতে পারে। আমরা যে জায়গায় ধারণা করেছিলাম, বেজমেন্টের সেখানেই পেয়েছি দুই মরদেহ।’

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা।

এর মধ্যে সাততলা ভবন কুইন টাওয়ারের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবারই ১৮ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া যায়।

বিষয়ঃ দুর্ঘটনা

Share This Article


বাংলাদেশ থেকে আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

তিন ঘণ্টায় রেলের ১৫ হাজার টিকিট বিক্রি

এবার ১০০ টাকায় মিলবে পাঁচ কেজির তরমুজ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন

বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হয়েছে: তাপস

কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী

জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ল

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে পুতিনের শুভেচ্ছা

সমৃদ্ধ দেশ গড়ার শপথ

স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না: ওবায়দুল কাদের

স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা