যুক্তরাষ্ট্র মনোভাব পরিবর্তন না করলে সংঘাতের ঝুঁকিতে পড়বে: চীন

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৮, মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২২ ফাল্গুন ১৪২৯

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত বেইজিংয়ের প্রতি তার ‘বিকৃত’ মনোভাব পরিবর্তন করা অথবা সংঘাতের ঝুঁকিতে পড়া।

মঙ্গলবার (০৭ মার্চ) বেইজিংয়ে চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্রমন্ত্রী হন কিন গ্যাং। পশ্চিমাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দেওয়ার জন্য তিনি সুপরিচিত। এ জন্য তাঁকে ‘নেকড়ে যোদ্ধা’ নামে অভিহিত করা হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন কিন গ্যাং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ন্যায্য, নিয়মভিত্তিক প্রতিযোগিতায় যুক্ত হওয়ার পরিবর্তে চীনকে দমন ও নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।

চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিদ্যমান ধারণা ও দৃষ্টিভঙ্গি মারাত্মকভাবে বিকৃত বলে মন্তব্য করেন কিন গ্যাং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনকে তার প্রধান প্রতিপক্ষ, সবচেয়ে বড় ভূরাজনৈতিক হুমকি হিসেবে বিবেচনা করে। এটি অনেকটা জামার প্রথম বোতামটিই ভুল জায়গায় লাগানোর মতো।

ইউক্রেনের যুদ্ধের বিষয়ে বেইজিংয়ের যে অবস্থান, তাকে সঠিক বলে মত দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

Share This Article