পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পুলিশকে বহনকারী ট্রাককে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্যা ডন।
সোমবার এ হামলা চালানো হয়। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন।
আত্মঘাতী হামলাকারী মোটরবাইকে করে এসেছিলো এবং ট্রাকের পেছন দিক থেকে তারা আঘাত করে বলে জানান সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল হাই আমির।
সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণটি ঘটেছে।
বোমা বিস্ফোরণে যারা মারা গেছেন, তারা বেলুচিস্তান প্রাদেশিক পুলিশ বাহিনীর বিশেষ বিভাগ বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। পুলিশের এই বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারাগারসহ স্পর্শকাতর বিভিন্ন এলাকায় নিরাপত্তাসেবা প্রদান করে থাকে।
বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই ডনকে জানান, সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণ ঘটেছে। বোলানের ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চলমান আছে।