ইমরানের আবেদন খারিজ, গ্রেফতারি পরোয়ানা বহাল

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে আদালত।
সোমবার ওই ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদন করেন ইমরানের খানের আইনজীবী। শুনানি শেষে তা খারিজ করে দেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল। একই সঙ্গে আগামীকালের মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না দিয়ে মোটা দামে বিক্রি করার অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে। এজন্যই পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান। পরে তা খারিজ হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে হওয়া মামলার একাধিক শুনানিতে উপস্থিত হননি ৭০ বছর বয়সী পিটিআই নেতা। ওই অভিযোগেই ইমরানকে গ্রেফতার করতে রোববার ইসলামাবাদ থেকে লাহোরে ইমরানের জামান পার্কের বাড়িতে পৌঁছয় পুলিশ।
সূত্র : জিও নিউজ ও অন্যান্য