পদ্মা সেতুতে আপাতত মোটরসাইকেল নয়: সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২১ ফাল্গুন ১৪২৯

ফাইল ছবি
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না। পদ্মা সেতু শান্তিতে আছে।
সোমবার সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেয়া নিয়ে সরকারের কোনো ভাবনা নেই।
গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। এর আগে দেশের সর্ববৃহৎ এ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে পদ্মা সেতুতে। ওই দিন রাতেই বাইক দুর্ঘটনায় দুজন নিহত হন। এরপর ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সেতু বিভাগ।
বিষয়ঃ
বাংলাদেশ