পরিবার থেকে নিজেকে পৃথক মনে হতো প্রিন্স হ্যারির
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:১৬, সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২১ ফাল্গুন ১৪২৯

প্রিন্স হ্যারি বলেছেন, তিনি সবসময় তার পরিবারের মধ্যে নিজেকে পৃথক মনে করতেন; এমনকি তার প্রয়াত মা প্রিন্সেস ডায়নাও একই রকম মনে করতেন।
ডিউক অব সাসেক্স আরও বলেছেন, তিনি যখন থেরাপি শুরু করেন সেই সময় তিনি আতঙ্কে ভুগতেন যে, তার মস্তিষ্ক থেকে তার মায়ের স্মৃতি মুছে ফেলা হবে।
ট্রমা ও আসক্তি বিষয়ে লেখক ড. গ্যাবোর ম্যাটের সঙ্গে কথোপকথনে হ্যারি এসব কথা বলেছেন। সেই আলোচনায় হ্যারির সম্প্রতি বই ‘স্পেয়ার’ প্রসঙ্গত এসেছে। সেখানে হ্যারি বলেছেন, এই বই লেখার পর ‘মুক্ত’ অনুভব করছেন। বিবিসি
বিষয়ঃ
যুক্তরাজ্য