বাড়তে পারে দিনের তাপমাত্রা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১১, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯

গরম নিয়ে দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে আপাতত অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজার ও খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়ঃ আবহাওয়া

Share This Article