‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৯, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু লড়াই সংগ্রামের বাংলাদেশ। মানুষ-মানুষে সম্প্রীতি বাড়াবে এটাই হলো সকল ধর্মের মর্মকথা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সকল ধর্মের স্বাধীনতা দেওয়ার জন্য। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের বর্ণের মানুষ এ দেশ স্বাধীন করেছিলেন। এই জনপদে কোনো ধরনের ধর্মীয় উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে আওয়ামী লীগ বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারছি।

শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে পাঁচদিন ৩২ প্রহরব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

এ সময় শতশত হিন্দু নারী-পুরুষ ভক্তবৃন্দের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। বর্তমান সরকারের আমলে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছেন। এটা একমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও সকল পর্যায়ের উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের সকল জায়গায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোয়ালমারীতে ১৯৯০ সালে এই মন্দির ভাঙচুর করা হয়েছিল, সেই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ডাকবাংলো চত্বরে আমি প্রতিবাদসভা করেছিলাম। সেই সময় থেকেই আপনাদের পাশে আছি। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে আবারো আপনাদের ক্ষমতায় আনতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন, সহপ্রচার সম্পাদক এনামুল হক, সদস্য আলি আকবর, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, জেলা পরিষদ সদস্য হাসান শিকদার, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক পরশ শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক মিদুল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু শিকদার, পূজা উদযাপন পরিষদের সদস্য মদন কুমার সাহা, বাসুদেব কুমার সাহাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Share This Article


ঢাবির ভিসি চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

গাজা ভূখণ্ডে সিরিজ হামলা ইসরায়েলের, নিহত ৫০

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

তিন বিভাগে বিজিবি মোতায়েন

যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন দাবি’ সহিংসতা উসকে দিতে পারে

সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না

কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা

পরিবেশ শান্ত করতে ঢাবিতে পুলিশ মোতায়েন

২০৪১ সালের মধ্যে দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে : স্পিকার

কুমিল্লায় জোড়া হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

মেসি-ডি মারিয়ার চোখের জয়ে কোপা জয়ে রাঙাল আর্জেন্টিনা