বড় হার বাংলাদেশের, সিরিজ জিতল ইংল্যান্ড

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪০, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।

জেসন রয় সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহ। স্যাম কারেন ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলেছিলেন। পরে বোলিংয়েও মাত করেছেন। আর তাতে লড়াইটাও করতে পারেনি টাইগাররা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল তামিম ইকবালের দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে সফরকারী দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে দলটি। রয় ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেছেন ১৮ চার ও ১ ছক্কায়। বাটলার ৬৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ৫ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস।

মইন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান। শেষ দিকে স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। তবে ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান খরচ করেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। কিন্তু তিনি ছিলেন সবচেয়ে খরুচে। ১০ ওভারে ৭৩ রান খরচ করেছেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল