বড় হার বাংলাদেশের, সিরিজ জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।
জেসন রয় সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহ। স্যাম কারেন ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলেছিলেন। পরে বোলিংয়েও মাত করেছেন। আর তাতে লড়াইটাও করতে পারেনি টাইগাররা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল তামিম ইকবালের দল।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে সফরকারী দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে দলটি। রয় ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেছেন ১৮ চার ও ১ ছক্কায়। বাটলার ৬৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ৫ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস।
মইন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান। শেষ দিকে স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। তবে ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান খরচ করেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। কিন্তু তিনি ছিলেন সবচেয়ে খরুচে। ১০ ওভারে ৭৩ রান খরচ করেছেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।