রিয়ালকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে এক ধাপ এগিয়ে গেল বার্সা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২১, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯
  • কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। 
  •  স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল কার্লো আনচেলত্তির দল।

বলের দখল, আক্রমণ, পাস এবং সুযোগ তৈরি সব জায়গাতেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও এসেছে তাদের পা থেকেই। তারপরও ভাগ্যটা সহায় হলো না। কারণ গোলটা নিজেদের জালেই জড়িয়েছে তারা। এরফলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। 

সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে আরও  এক ধাপ এগিয়ে গেল বার্সা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে শুরু থেকেই বার্সার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে রিয়াল। ম্যাচের শুরুতে সুযোগও এসেছিল তাদের সামনে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত থাকতে হয় রিয়ালকে।

রিয়াল বড় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সা।

ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠার চেষ্টা করে রিয়াল। তবে সব চেষ্টাই বৃথা গেছে আনচেলত্তির দলের। শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছেড়েছে বার্সা। 

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল