রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৬, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।’

'আইন পেশাকে' একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি হামিদ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর আগে তিনি কিশোরগঞ্জে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি এসময় আদালত চত্বরে একটি গাছের চারা রোপন করেন। পরে, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

জনগণের দুর্ভোগ লাঘবে বিচারকগণ কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ আদালত স্থাপনের দাবি জানান।- বাসস

Share This Article


‘নির্বাচন নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি, তাদের অধিকারও নেই’

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বেড়ে দাঁড়াচ্ছে ৯৬টি

টিলিং টিলিং সাইকেল চালাই: এদেশের কোন শিক্ষাক্রমের অংশ নয়!

চলতি সপ্তাহে নামবে শীত

এবার কুয়াকাটা পর্যন্ত রেল চালুর উদ্যোগ

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন মিলার

বৈশ্বিক অভিযোজন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

ব্যক্তিশ্রেণির ২৩ লাখ ৫০ হাজার রিটার্ন জমা

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৪ জনের প্রাণহানি

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলস কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী