নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বিএনপি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫১, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১৭ ফাল্গুন ১৪২৯
  • আন্দোলনের নামে চালিয়ে যাচ্ছে নাশকতা, সহিংসতা, জনভোগান্তিমূলক কর্মকাণ্ড।
  • অতীতে দেশের মানুষের সঙ্গে অন্যায় করায় ভোট চাওয়ার সাহস পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
  • অতীতের অপরাধের জন্য বিএনপির কোনো কর্মসূচিতে জনগণের সমর্থন নেই।

বিএনপি বহু বছর ধরে নির্বাচন থেকে দূরে রয়েছে। বারবার আহ্বান জানানোর পরও ভোটের মাঠে আসেনি তারা। বরং ক্ষমতা দখলে নেয়ার জন্য আন্দোলনের নামে চালিয়ে যাচ্ছে নাশকতা, সহিংসতা, জনভোগান্তিমূলক কর্মকাণ্ড।

এদিকে গোপন সূত্রে জানা গেছে, রাজনীতির মাঠে নিজেদের অবস্থান ফিরে পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিন্তু অতীতে দেশের মানুষের সঙ্গে তারা যেসব অন্যায় করেছে। এরপর আর জনগণের কাছে ভোট চাওয়ার সাহস পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া জামানত হারানোর ভয়ও কাজ করছে তাদের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল বিএনপির সাবেক এক নেতা বলেন, কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনার পর যদি ভোটে হেরে যান, তাহলে জামানত বাজেয়াপ্ত হবে। এ কারণে দলের অনেক নেতাই নির্বাচনে আসতে চান না। তারা ভালো করেই বুঝতে পারছেন অতীতের অপরাধের জন্য বিএনপির কোনো কর্মসূচিতে জনগণের সমর্থন নেই।

এদিকে, নেতৃত্ব সংকটও ভোগাচ্ছে বিএনপিকে। যোগ্য নেতৃত্ব ছাড়া নির্বাচনে গেলেও তারা পিছিয়ে থাকবেল বলে মনে করেন দলটির তৃণমূল নেতারা।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের সেই দিনগুলো আজও ভোলেননি স্বজনহারা জনগণ। স্বাভাবিকভাবেই বিএনপির কোনো প্রার্থীকে তারা ভোট দেবেন না। এ কারণে নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন বিএনপি নেতারা। নির্বাচন এড়াতে দেখাচ্ছেন নানা অজুহাত।

বিষয়ঃ বিএনপি

Share This Article