খালেদার চিকিৎসা নিয়ে বিএনপির নতুন নাটক

- খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন নাটক।
- চিকিৎসা নিয়ে বিএনপির দৌড়ঝাঁপে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
- বিএনপি জনগণের আবেগ নিয়ে খেলার কূটকৌশল ফেঁদেছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন নাটক শুরু হয়েছে দলের ভেতরে। নানা শারীরিক জটিলতা নিয়েও গত ছয় মাস হাসপাতালে যাননি তিনি। অথচ যেই নির্বাচন ঘনিয়ে আসছে। আবার হাসপাতাল মুখী খালেদা জিয়া। গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।
নির্বাচন নিয়ে পরিকল্পনা বাদ দিয়ে হঠাৎ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির দৌড়ঝাঁপে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এটিকে বিএনপির নতুন নাটক হিসেবে দেখছেন রাজনৈতিক মহল। তাদের মতে, নির্বাচন প্রভাবিত করতে হঠাৎ অসুস্থতার নাটক করে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ফন্দি আঁটছে বিএনপি।
রাজনৈতিক অঙ্গনের অনেকে বলছেন, খালেদা জিয়াকে অসুস্থ সাজিয়ে বিএনপি জনগণের আবেগ নিয়ে খেলার কূটকৌশল ফেঁদেছে। জনগণের সহানুভূতি নিয়ে ক্ষমতায় যেতে চায় তারা। কিন্তু এতে ইতিবাচক কোনো ফলাফল পাবে না তারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নাটক নতুন নয়। এর আগেও খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য এমন কৌশল অবলম্বন করেছিল তারা। কিন্তু কোনো কাজ হয়নি। দেশের মানুষ বিএনপির নাটক বুঝে ফেলেছে। এ কারণে হারানো জনসমর্থন তারা আর কোনোদিন ফিরে পাবে না।