তারা কেমন বাক স্বাধীনতা চান?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৭, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১৭ ফাল্গুন ১৪২৯

এই বাক স্বাধীনতাবাদীদের তালিকায়  আছেন, বিরোধীদলীয় আরও কিছু রাজনীতিবিদ যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলছেন।তাদের থামানো যায়না।এমনকি 'টকশো'র সঞ্চালকরাও তাদের থামাতে পারেননা!

এদের কারও বিরুদ্ধেই কোনও  ব্যবস্থা নেয়া হয়নি।নির্বিঘ্নে গুজব ও অপপ্রচার চালিয়েও যারা পার পাচ্ছেন, তারাই বলেন বাক স্বাধীনতা নেই!তারা আসলে কেমন বাক স্বাধীনতা চান?আর কি বলতে চান তারা?

বাংলাদেশে বাক স্বাধীনতা নেই, এমন কথা হর-হামেশাই বলে থাকেন  কিছু রাজনীতিবিদ বুদ্ধিজীবী আর তাদের সমর্থকরা। এই কথাগুলো তারা ফেসবুকে বলেন, বক্তৃতায় বলেন, এমনকী টিভি টকশোতেও বলেন। যা ইচ্ছা তাই বলেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধীতা করেন এবং অনেক সময় সরকার যা করেনি তাও বলেন। এমনইভাবে যা খুশি তা বলার নামই কি ' বাক স্বাধীনতা'?

এই বাক স্বাধীনতার অধিকারপ্রাপ্ত হয়ে  ক’দিন আগেই সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদ নেতা নুর লাইভে এসে বলে গেলেন 'অভিনব দুটি বিমান'র গল্প, যে বিমানে শেখ হাসিনা সহ ২৭ জনের একটি টিমের দেশান্তরির ব্যবস্থা করা আছে। লাগেজ ভর্তি টাকা পায়সা,জামা কাপড়সহ ১০ ডিসেম্বরের আগেই তারা দেশ ছেড়ে পালাবেন।একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অবিস্বাস্য তথ্য বা গুজব, যা আইনত দণ্ডনীয়, তা  প্রচারের পরও  তারাই বলেন, এই দেশে কিছু বলার স্বাধীনতা নেই?

এই বাক স্বাধীনতাবাদীদের তালিকায়  আছেন, বিরোধীদলীয় আরও কিছু রাজনীতিবিদ যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলছেন।তাদের থামানো যায়না।এমনকি 'টকশো'র সঞ্চালকরাও তাদের থামাতে পারেননা!

তারাই বলেন, খেপেছেন বাইডেন, শেখ হাসিনার দিন শেষ।ব্যাঙ্ক এ টাকা নেই,শ্রীলঙ্কা হচ্ছে বাংলাদেশ।
অথচ বাস্তবে এর কোনটাই এখনও হয়নি। পদ্মা সেতু নিয়েও তারা অনেক গুজব ও অপপ্রচার চালিয়েছিলেন।এদের কারও বিরুদ্ধেই কোনও  ব্যবস্থা নেয়া হয়নি।নির্বিঘ্নে গুজব ও অপপ্রচার চালিয়েও যারা পার পাচ্ছেন, তারাই বলেন বাক স্বাধীনতা নেই!তারা আসলে কেমন বাক স্বাধীনতা চান?আর কি বলতে চান তারা???

Share This Article


ছাত্রসমাজ ন্যায়বিচারই পাবে, হতাশ হতে হবে না: প্রধানমন্ত্রী

অহেতুক কিছু কথায় মূল্যবান জীবন ঝরে গেল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত: কাদের

কঠোর নিরাপত্তায় রাজধানীতে চলছে তাজিয়া মিছিল

আজ পবিত্র আশুরা

দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

‘পত্রপত্রিকা কী লিখল সেটা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই’

দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার: প্রধানমন্ত্রী

নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী