যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

  জেলা সংবাদদাতা
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৬, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১৭ ফাল্গুন ১৪২৯

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। বুধবার রাতে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা ও একই এলাকার আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল। আহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল ও তিন আরোহীকে পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা কেউ নিশ্চিত করতে পারেননি।

নিহত মাসুদ রানার বড় ভাই রিপন হোসেন জানান, তার ভাই মাসুদ রানা ভাড়ায় মোটরসাইকেল চালায়। আর রাকিব মোড়ল মোটরসাইকেল সার্ভিসিংয়ের কাজ করে। বুধবার বিকেলে তারা দুইজন মোটরসাইকেলে করে যশোর শহরে গিয়েছিল। রাতে চুকনগরে ফিরছিল তারা। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে মাসুদ ও রাকিবের সঙ্গে আর কে ছিলেন তা তিনি বলতে পারেননি।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত একজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share This Article


বদলি হতে পারেন ২৫০ জন ইউএনও এবং ৩২০ জন ওসি

২৪ ঘণ্টায় ৮ গাড়িতে আগুন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৭০০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, জাপানে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি

৬০০ টাকার বেশি দামে গরুর মাংস বিক্রি না করতে কড়া নির্দেশ

প্রধানমন্ত্রী নারীদের মর্যাদা সুনিশ্চিত করেছেন: পলক

সিনিয়র নেতাদের হারিয়ে ভাঙন আতঙ্কে বিএনপি

আগামীকাল ইসির সঙ্গে ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

দেশের সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির