শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রনিল
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩১ আষাঢ় ১৪২৯

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি এ দায়িত্ব নেন বলে সিলন টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।
রনিলকে শপথবাক্য পড়ান শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া।
সংবিধানের ৩৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগ করা গোতাবায়া রাজাপাকসে।
আগামী সাত দিনের মধ্যে নতুন করে পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ