ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ালে তা সহনীয় হয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৯, বুধবার, ১ মার্চ, ২০২৩, ১৬ ফাল্গুন ১৪২৯

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ালে তা সহনীয় হয়। খুব বেশি চাপও পড়ে না।

বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শামসুল আলম বলেন, বাজেট ঘাটতি কমাতে হবে। আর বাজেটে ঘাটতি কমাতে হলে এটা (বিদ্যুতের দাম বাড়াতে) করতে হয়।

তিনি বলেন, ঘাটতি সহনীয় রাখতে হলে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে। এতে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের অর্থনীতিতে বহু দিক থেকে চাপ আসতে পারে। আন্তর্জাতিক মূল্যস্ফীতি বাড়তে পারে। নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Share This Article