প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ২০৯

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২০, বুধবার, ১ মার্চ, ২০২৩, ১৬ ফাল্গুন ১৪২৯

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। তবে এই বাঁহাতি বাদে অন্য কেউ নিজেদের ইনিংসটা বড় করতে পারলেন না। মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের কথা বাদ দিলে অন্য কেউ তো সেভাবে থিতুই হতে পারলেন না। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্কোরটা তাই বড় হলো না।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে ইংলিশদের ২১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৪৭.২ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

শান্ত সর্বোচ্চ ৫৮ রান করেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৬ চার। মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩১, তামিম ইকবাল ৩২ বলে ২৩ রান করেন।

সম্মিলিত বোলিং পারফরম্যান্সেই বাংলাদেশকে বেঁধে রাখে ইংলিশরা। তাদের ছয়জন বোলার হাত ঘুরিয়ে প্রত্যেকেই উইকেটের দেখা পেয়েছেন। সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার, মার্ক উড ও মইন আলি।

৪৮তম ওভারে তাইজুলকে কট অ্যান্ড বোল করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার কাজটা সারেন মইন। তাইজুল ১৩ বলে ১০ রান করেন। নয় নম্বরে নামা তাসকিন আহমেদ আর্চারের শিকার হওয়ার আগে ১৮ বলে ১৪ রান করেন।

তাসকিন-তাইজুলের এই রানের কারণেই দুইশর পূরণ করতে পারে বাংলাদেশ। নবম উইকেটে তারা ২৬ রান যোগ করেন।

সবচেয়ে বড় জুটিটা উপহার দিয়েছেন শান্ত ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে তারা ৮০ বলে ৫৩ রান যোগ করেছেন। এছাড়া মুশফিকুর রহিম ও শান্তর মধ্যে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি হয়। মুশফিক ৩৪ বলে ১৬ রান করেন।

বাংলাদেশের শুরুটা একেবারে খারাপ ছিল না। পাওয়ার প্লে-তে দুই উইকেট হারালেও ৫৪ রান যোগ করেন। শুরুতে তামিম ও পরে শান্তর ব্যাট ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। তবে সাকিব ও মুশফিকের পর পর ফিরে যাওয়াটা কাল হয়েছে টাইগারদের জন্য।

২২তম ওভারে ৩ উইকেটে দলীয় শতক পূরণের পরও বাংলাদেশের ইনিংস প্রত্যাশিত জায়গায় যেতে পারেনি।

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল