ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন ইহুদি ধর্মগুরু
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:১৩, বুধবার, ১ মার্চ, ২০২৩, ১৬ ফাল্গুন ১৪২৯

‘বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ, সমকামীদের স্বাধীনতা দেয়া।’
ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করেছেন জেরুজালেমে সেফার্ডিক ইহুদিদের প্রধান রাব্বি শ্লোমো আমর। তিনি তার সাপ্তাহিক ভাষণে অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেন। খবর জেরুজালেম পোস্ট‘র।
এই ইহুদি ধর্মগুরু বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ, সমকামীদের স্বাধীনতা দেয়া।’ এর আগেও সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন আমর।
উল্লেখ্য, ২০১৬ সালে এক বিবৃতিতে সমকামীদেরকে ‘ঘৃণিত দল’ বলে আখ্যায়িত করেছিলেন শ্লোমো আমর। তিনি তখন জোর দিয়েছিলেন যে, ইহুদি আইন অনুসারে সমকামীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ
ভূমিকম্প